সুনামগঞ্জ প্রতিনিধি : রোকন উদ্দীন ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এ প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিব আহমদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা ভোক্তা অধিকার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, তাহিরপুর বাজার বণিক সমিতি সাধারন সম্পাদক এরশাদ আলী, তাহিরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিতেস রঞ্জন রায় প্রমুখ।