নওগাঁ প্রতিনিধি : শহিদুল ইসলাম ফেরদৌস প্রতিনিধি নওগাঁর সাপাহারে আগুনে পুড়ে ছাই ১৫ লাখ টাকার পাখির খামার। বুধবার (১৬ মার্চ) ভোর ৪ টার দিকে উপজেলার তিলনা ইউনিয়নের ছোটমামুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে। পাখি খামার উদ্দোক্তা মতিউর রহমান উপজেলার ছোট মামুরিয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে আনুমানিক পৌনে ৪ টার দিকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। কেউ কিছু বুঝে ওঠার আগেই খামারের ঘর আগুন ময় হয়ে পড়ে। এ সময় আগুনে দগ্ধ হয়ে মারা যায় ফেন্সি জাত ও বিভিন্ন প্রজাতির ৩৫০টি বড় কবুতর, ১৫০টি কবুতরের বাচ্চা, ১০০পিস কবুতরের ডিম, ১০০টি বিদেশী বাজরিকা পাখি, বিভিন্ন প্রজাতির ২৪টি বিদেশী ঘুঘু,খামারে রক্ষিত ক্যাশবক্সে নগদ ৫২হাজার টাকা, আসবাব পত্র, পাখির খাঁচা, পাখির খাদ্যসামগ্রী পুড়ে ভষ্ম হয়ে যায়।
খামার উদ্দোক্তা মতিউর রহমান বলেন, ‘বুধবার ভোর ৪ টার দিকে কে বা কাহারা তার খামারে আগুন লাগিয়ে দেয়। এসময় স্থানীয় লোকজনের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে এসে ভয়াবহ অগ্নিকান্ড দেখতে পান। তাৎক্ষণিক ভাবে খামারে এসে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।’ তিনি আরোও বলেন, এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, তদন্তের জন্য ফায়ার সার্ভিসকে বলা হয়েছে। এঘটনায় সাপাহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এই পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলেও তিনি জানান ।