চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন চট্টগ্রাম চন্দনাইশে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা প্রশাসনে উদ্যোগে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, বিশেষ অতিথি পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, ভাইস-চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, শাখাওয়াত হোসেন, কৃষক লীগ নেতা নবাব আলী প্রমূখ।
১৭ মার্চ হতে আগামী ২৩ মার্চ পর্যন্ত চন্দনাইশ পৌরসভাস্থ কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মুক্তির উৎসব এবং সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিদিন আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিশেষ সংস্কৃতিক অনুষ্ঠান চলমান থাকবে।
প্রতিদিন সকাল ১১টায় আলোচনা সভা বিকেল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।