রাঙ্গামাটি প্রতিনিধি( শাকিল মন্ডল) রাঙামাটি জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক জয় ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের দাবীতে শহরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। সমাবেশে ছাত্রলীগের নেতৃবৃন্দরা আগামী এক সপ্তাহের মধ্যে জয় ত্রিপুরার হত্যাকারীদের গ্রেফতার করা না হলে রাঙামাটি শহরে হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন। শুক্রবার (১৮ মার্চ) রাঙামাটি জেলা ছাত্রলীগ এবং অঙ্গ সংঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশে নেত্রীবৃন্দ এ হুশিয়ারি জানান।
এর আগে রাঙামাটি পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে রাঙামাটি পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুর জামান মহসিন রোমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।