রাজশাহী প্রতিনিধি : রবিউল ইসলাম প্রতি বছর কোন-না কোন সময় ব্যবসায়ী সিন্ডিকেটের কারনে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পায়। আর এ জন্য প্রধানমন্ত্রী এবার পবিত্র রমজান মাসে দেশব্যাপী নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে অতি স্বল্প মুল্যে দুই কেজি করে ডাল, চিনি ও সয়াবিন তৈল বিক্রয়ের উদ্যোগ গ্রহন করেছেন। কিছু অসাধু ব্যবসায়ী পণ্য মোজুদ করার কারনে রমজান মাসে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পায়। কিন্তু এবার সে সুযোগ নেই, রমজানের পূর্বে সরকার এক কোটি গরিব-দুখি পরিবারের মাঝে দুই দফায় (টিসিবি’র) পণ্য সরবরাহ করবে। এতে করে উপকার ভোগির সংখ্যা দাড়াবে প্রায় পাঁচ কোটি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি)পন্যের উদ্বোধনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এসব কথা বলেন। রবিবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর বাঘা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নব নির্মিত দ্বি-তল ভবন ও জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের শুভ উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি। এ সময় তিনি বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মুখে কৃমি নাশক ট্যাবলেট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা চামেলি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: লায়েব উদ্দিন লাভলু, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রোকনুজ্জামান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবু রাসেদ, রাজশাহী জেলা আ’লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মুন্টু, উপজেলা আ’লীগ এর অন্যতম সদস্য মাসুদ রানা তিলু , সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার ও সাধারণ সম্পাদক মামুন হোসেন, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা খাতুন লতা,রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি শাকিবুল ইসলাম রানা, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান প্রমুখ।