মহিপুর,কুয়াকাটা(পটুয়াখালী) প্রতিনিধি : মোঃআল আমিন ওসি হিসেবে মহিপুর থানায় যোগদান করায় যেনো ভাগ্য সুপ্রসন্ন মহিপুর বাসীর। সারারাত নিদ্রাহীন থেকে মহিপুর থানা বাসীর জান-মালের নিরাপত্তা দিয়ে নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছে। মাদকের বিরুদ্ধে সোচ্চার, অপহরণ কৃত শিশুসহ,বিভিন্ন চুরির মালামাল,মৃত্যু ব্যক্তিদের দাফন এমন হাজারো দৃষ্টান্ত রেখেছেন এই মানবিক অফিসার ইনচার্জ।
চুরি হয়ে যাওয়া তিনটি গরু ফেরত পেয়ে মহিপুর থানাধীন মহিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মনোহর পুর গ্রামের বাসিন্দা মাখন চন্দ্র হাওলাদার বলেন, আমার ৫০ বছরের জীবনে দেখা একজন শ্রেষ্ঠ, সৎ, দক্ষ, নিষ্ঠাবান, বিচক্ষণ ও খাঁটি একজন দেশ প্রেমিক পুলিশ অফিসার ওসি খোন্দকার আবুল খায়ের। মানবিকতার দৃষ্টান্ত এক উদাহরণ, মহিপুর থানার ওসি আবুল খায়ের। আবুল খায়ের বলেন,সাধারণ জনগণের পাশে দাঁড়াতে না পারলে এ জনম বৃথা।
দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার তৃপ্তি সারা-জনম ভোগ করতে চাই।।