কুয়াকাটা প্রতিনিধি (পটুয়াখালী) ২৫ শে মার্চ জাতীয় গনহত্যা দিবস। এবং ২৬ শে মার্চ জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনের টানা ছুটিতে আজ দ্বিতীয় দিনেও পর্যটকদের উপচে পড়া ভীড় সৈকতে। হাজার হাজার পর্যটকদের অানাগোনায় সজ্জিত অপরুপ সৌন্দর্যের এই লীলাভূমি। উত্তাল ঢেউয়ের সাথে সৈকতে ভাসছে হাজার হাজার পর্যটক। বিশাল সমুদ্রে যেন মিশেছে দূর আকাশের সীমানা। সমুদ্রে ঢেউয়ের পেছনে ফণা তুলে আসে ঢেউ। বিরামহীন ঢেউয়ের নৃত্যে নাচছে পর্যটকরা।
সমূদ্রের মনভোলানো নানান রোমাঞ্চ মুহূর্তে ভুলিয়ে দেয় পর্যটকদের সব ক্লান্তি,আনন্দে ভরে যায় পর্যটকদের মন।
তাইতো দিন গড়াতেই সমুদ্রকন্যার বুকে জমে পর্যটকের উপচে পড়া ভীড়। খুলনা থেকে অাগত মোঃসিয়াম জানান, কুয়াকাটায় এই প্রথম পাদচারণ তার কুয়াকাটার অপরুপ সৌন্দর্যে মুগ্ধ সে। ঢাকা থেকে আগত তিথি জানান, কুয়াকাটার প্রকৃতির প্রেমে পড়েছে সে,যতবার আসে ভালোলাগা যেন শেষ-ই হয়না।।