ডিআইইউ প্রতিনিধি: ই এম রাহাত ইসলাম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা অন্তর্গত সাতারকুল (বাড্ডা) স্থায়ী ক্যাম্পাস শাখার ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী- নাজমুল হক সাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের আবু বকর সিদ্দিক খান।
উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওবায়দুল হক রিমন ও মোনালিসা মুন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফার্মেসী বিভাগের নাঈম মাহমুদ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আদিবা মেহনাজ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সজিব হাসান।
রবিবার (২৭ মার্চ) ডিআইইউ শাখা ছাত্রলীগের সভাপতি মো. হাসনাইম ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক লিমন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিআইইউ সাতারকুল (স্থায়ী) ক্যাম্পাসের এ কমিটি ঘোষণা করা হয় এবং সেই সাথে এই কমিটি কে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্নাঙ্গ করার জন্যও বলা হয়েছে।