মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি : সুমন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ¯^রুপপুর ইউনিয়নের কুশুমপুর গ্রামের রগবুল হোসেনের স্ত্রী জাহানারা খাতুন(৬৫) নামে এক অসহায় নারীর বসতভিটা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে মহেশপুর প্রেসক্লাবে ভুক্তভোগী জাহানারা খাতুন সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন,কুশুমপুর গ্রামে তার নিজ নামীয় ১১ শতক বসতভিটা একই গ্রামের নুরুল হকের ছেলে শাহাজান আলী ও আলী আহম্মদের ছেলে জুলফিকার দীর্ঘদিন ধরে দখল করার পায়তারা চালিয়ে আসছে। তিনি জানান, তার ¯^ামী অনেকদিন যাবৎ অসুস্থ। আয় রোজগার করতে পারে না। ছোট ২টি ছেলে মেয়ে নিয়ে পরের বাড়িতে কাজ করে তাদের সংসার চলে। তারা দূর্বল প্রকৃতির হওয়ায় প্রভাবশালী মহল জালিয়াতি করে জোরপূর্বক তার বসতভিটা দখল করার পরিকল্পনা করছে এবং তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে তিনি উপজেলা নির্বাহী অফিসার সহ একাধিক জায়গায় সুষ্ঠু বিচারের দাবিতে আবেদন করেছেন। গনমাধ্যমের মাধ্যমে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন