মহেশপুর ঝিনাইদহ : সুমন হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মহেশপুর ৫৮বিজিবি এর অধীনস্থ টহল দল জলুলি গ্রামের করিমমোড় বটতলা থেকে মোটরসাইকেল আরহী ইব্রাহিম(২৫) টেপ দিয়ে মোড়ানো ছোট ৯৮ টি, বড় ১ টি মোট ৯৯টি স্বর্ণের বার যার ওজন ১২.৫৩০ গ্রাম। ইব্রাহিম খলিল বিজিবি কে জানান, মোস্তফা(৪২) ঝিনাইদহ তাকে মাল পৌছায় দিতে বলে। জব্দকৃত স্বর্ণের, মোটর সাইকেল এবং মোবাইল ফোন সহ মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে। এব্যাপারে ৫৮ বিজিবি সিও লেঃ কর্ণেল শাহীন আজাদ জানান, বিজিবি সিমান্ত এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জোর তৎপরতা অব্যাহত রেখেছেন।