ময়মনসিংহের ভালুকা প্রতিনিধি : নজরুল ইসলাম ময়মনসিংহের ভালুকা
উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন করেছে ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবকলীগে। মোঃ ইমরান আহাম্মেদ কে সভাপতি ও পলাশ মন্ডল কে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটির অনুমোদন করেছে ভালুকাউপজেলা স্বেচ্ছাসেবক লীগে। ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্য নতুন কমিটির দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানা। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রতন মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম গোলাপ, খুররম সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি জমা দেওয়া নির্দেশ দেয়া হয়েছে নতুন কমিটিকে। একই সাথে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে বরণ করে নেয়া ও মিষ্টিমুখ করানো হয়