চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন বন্দরনগরী চট্টগ্রামের সিরবিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযানে গিয়ে হামলার শিকার হওয়ার পর ‘নায্য দাবি আদায়ে’ এবার পূণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী্ ঐক্য পরিষদ। গত ৭ মার্চ সিআরবিতে বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের ওপর হামলায় অন্তত ১০ জন আহত হয়। পরে বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের দাবি দাওয়া আদায়ে ‘রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ’ গঠনের সিদ্ধান্ত নেয় রেলওয়ের বিদ্যুৎ বিভাগের কর্মীরা। শনিবার (৯ এপ্রিল) সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. ইব্রাহীম (জাবেদ)’র সাক্ষরিত এক চিঠিতে ৩১ সদস্য’র এ কমিটি চুড়ান্ত করা হয়। এতে বলা হয়েছে, পূণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদনের ৯০ কর্মদিবসের মধ্যে চট্টগ্রাম বিভাগে শাখা কমিটি গঠন ও সম্মেলনের মাধ্যমে পূণাঙ্গ বিভাগীয় কমিটি গঠন করা হবে।এর আগে গত ৩১ মার্চ সংগঠনের আহবায়ক হিসেবে মাকসুদুর রহমান বাবু ও সদস্য সচিব হিসেবে মো. শাহিনুর রহমানকে মনোনীত করা হয়েছে। পরে ৯ এপ্রিল সকালে ৩১ সদস্য’র পূণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সারোয়ার আলম নোমানকে। তাছাড়া কমিটির বাকি ১৩ জন যুগ্ম আহ্বায়ক হলেন- মো. আব্দুল আলিম, মো. এনামুল হক, নূর হোসেন রানা, ইফতেখার উদ্দিন মেহেদি, মো. এনামুল হক, মনছুর মিয়া , মো. ফারুকী আজম, মো. মহিবুর রহমান, মো. সোহেল, গোলাম রাব্বি চৌধুরী, মো. শাহরিয়া আজাদ হনিফ, শরিফুল আলম স্বপন, মো. সালাউদ্দিন , মো. মিজানুর রহমান।সিনিয়র সদস্য মনোনীত হয়েছেন মো. রাজিবুল হাসান রাজিব। তাছাড়া বাকি ১৪ জন সদস্য হলেন- মো. রিপন মিয়া, মো. সোহানুর রহমান, রেজাউল করিম খন্দকার, মো. দেলোয়ার হোসেন জহির, অলি উজ্জামান আকরাম, মো. নুরুল আলম রনি, মো. সাজ্জাত হোসেন, কাউছর আহম্মদ, মো. মাইন উদ্দিন দেওয়ান, গাজী মো. ইমরান, মো. বরকত, মো. রাজ, মোবারক হোসেন সিপন ও শামীম ইকবাল।