ডিআইইউ প্রতিনিধিঃ ই এম রাহাত ইসলাম, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল বিভাগের উদ্যেগে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। আজ ১৫ই এপ্রিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সাঁতারকুল বাড্ডায় সিভিল বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রায় ৩০০ জন শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ইফাতার ও দোয়ার আয়োজন করা হয়।
ইফতার মাহফিল ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা। সিভিল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহফুজুর রহমান ও অন্য অন্য বিভাগের চেয়ারম্যানগণ এবং সম্মানিত শিক্ষকমন্ডলী সহ সিভিল বিভাগের বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।