নিজস্ব প্রতিবেদন আস্সালামু আলাইকুম,
“সংবাদ জগৎ” এর পক্ষ থেকে সবাইকে চলমান রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ।
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে,জনপ্রিয় অনলাইন টেলিভিশন “সংবাদ জগৎ” কর্তৃক পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত হামদে্ -নাত ও কিরাত প্রতিযোগিতা’২২ এর অডিশন আগামী ২৩ এপ্রিল রোজ শনি “সংবাদ জগৎ” এর নিজস্ব স্টুডিওতে শুরু হতে যাচ্ছে।
উক্ত প্রতিযোগিতায় চট্টগ্রামসহ সারাদেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহন করছে। প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীকে আকর্ষনীয় পুরস্কার ও সকল প্রতিযোগীদের সম্মাননা পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও অডিশন পর্ব সরসরি সম্প্রচার করা হবে। বিচারক হিসেবে থাকছেন বিভিন্ন স্বনামধন্য মাদ্রাসার অভিজ্ঞ আলেমগন। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে সমাজসেবক,সংগঠক,
রাজনীতিবিদ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্তিতি ও দোয়া একান্ত কাম্য।
সংবাদ জগৎ এর সাথেই থাকুন এবং চোখ রাখুন সংবাদ জগৎ” পর্দায়।