চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সোমবার(২৫ এপ্রিল) গভীর রাতে ৭ হাজার ইয়াবাসহ মোহছেনা ও পুত্র রহমান ষকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়গ্রেপ্তারকৃত মোহছেনা কক্সবাজার থানার নুনিয়াছড়া এলাকার আবদুল জলিল(ইউসুফ) এর স্ত্রী এবং রহমান তাদের ছেলে। সংশ্লিষ্ট পুলিশ সুত্রে জানাযায়, চন্দনাইশ পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে এস আই খালেকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি মা ও পুত্রকে আটক করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন জানান, আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।