চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন চট্টগ্রাম পণ্য নিয়ে দ্রুতগতিতে আসা পণ্য বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।২৭শে এপ্রিল বুধবার বেলা ১২ টায় চট্টগ্রাম ডবলমুরিং থানার সামনের ফ্লাইওভারে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
বিগত ২/৩ বছর ধরে বড় বড় স্ক্রাপের গাড়িগুলো অলংকার হয়ে মাদারবাড়ি পর্যন্ত সিটির ভিতরে চলাচল করছে।তাদের বেপরোয়া গতির কারণে প্রায়ই এই রোডে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে।যদিও দিনের বেলা এইসব বড় গাড়ি সিটির ভিতরে চলার কোন অনুমতি পাওয়ার কথা না।তবুও বড় বড় কোম্পানি গুলোর কোন অদৃশ্য ক্ষমতার বলে প্রশাসন এসব গাড়িগুলোকে দিনের বেলা সিটিতে চলাচলের অনুমতি দিচ্ছে। এই সড়কে যাতায়াতকারী জনসাধারণ জানান আর কত মায়ের বুক খালি হলে এইসব বিষয়ে কর্তৃপক্ষের বোধোদয় হবে।কবে প্রশাসনের টনক নড়বে?