চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন আন্তর্জাতিক অঙ্গনে এবার বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করে দেশের সুনাম অর্জন করছে চট্রগ্রামের হাফেজ কোরআনের পাখিরা। সৌদিআরবের বিভিন্ন অঞ্চলের মসজিদে সুরেলা কন্ঠে পবিত্র রমজানের তারাবি নামাযে ইমামতির মাধ্যমে খতমে কোরআন পাঠ করে শুনাচ্ছেন হাফেজরা।সাতকানিয়া উপজেলার ছমদর পাড়ার হাফেজ মাওলানা ক্বারী রায়হান উদ্দীন সৌদি প্রবাসি এই হাফেজ বলেন সৌদিতে প্রায় চট্রগ্রামের শতাধিক হাফেজ আলেমগণঅত্যন্ত সুনামের সাথে ইমামতি করছেন হাফেজ আলেমদের সুরেলা হৃদয় নিংরানো মধুর কন্ঠের কোরআন তেলাওয়াত শুনে সৌদিরা বাংলাদেশের প্রশংসা করছেন এবং তার পাশাপাশি
লালবৃত্তাকার সবুজের পতাকার সম্মান অর্জন করে বাংলাদেশ বিদেশের বুকে আরো আলোকিত হবে বলে জানান ইতি মধ্যে বিষয়টি বাংলাদেশ সরকারের সাতকানিয়ালোহাগাড়া ১৫ আসনের সংসদ সদস্যআন্তর্জাতিক ইসলামিক স্কলার শিপ প্রফেসর ড:আবুরেজা নেজামুদ্দীন নদভী এমপির নজরে পড়লে তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে বিদেশের মাটিতে বাংলাদেশের কোরআনের পাখিরা দেশের সুনাম অর্জন করায় তাদের প্রতি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
প্রাথমিক তথ্য মতে সৌদি আরবের বিভিন্ন মসজিদে পবিত্র রমজানের তারাবি নামাজের ইমামতি যারা করেছেন তাদের মধ্যে থেকে কয়েকজনের নাম নিম্নে দেওয়া হল
মাওলানা ক্বারী রায়হান উদ্দীন।বাড়ি: ছমদর পাড়া সাতকানিয়া।মসজিদ: মসজিদ আল ফারুক,শারে ফিলিস্তিন( জেদ্দা সৌদি আরব)
হাফেজ ক্বারী ইব্রাহীম।বাড়ি: সরফভাটা রাঙ্গুনিয়া।মসজিদ: জামে ইব্রাহীম খলিল,আল বাওয়াদী (জেদ্দা সৌদি আরব)
হাফেজ রহমত উল্লাহথানা বাঁশখালীইউনিয়ন বড়ঘোনা সৌদি আরব মাহাঈল আছিরমসজিদুল ফালাহ
হাফেজ মাওলানা ইদ্রিস মোসলেহবাড়ি: পৌরসভা দোহাজারী চন্দনাইশ মসজিদ: মাহাঈল আছির
উসমান বিন আফফান ( রাঃ) (আবাহা সৌদি আরব)
হাফেজ তাওহিদুল ইসলাম।বাড়ি: নলুয়া সাতকানিয়া। মসজিদ: জামে আবু বকর ,(আবাহা সৌদি আরব)
হাফেজ হুদ। বাড়ি: বৈলছড়ি বাঁশখালী।মসজিদ: আল বুরুজ এয়ারফোর্ট (আবাহা সৌদি আরব)
হাফেজ এমদাদুল্লাহ।বাড়ি:দোহাজারী চন্দনাইশ।মসজিদ: জামে কানাহবিলা (আবাহা সৌদি আরব)
মাওলানা হাফেজ শহীদুল্লাহ, থানা লোহাগাড়া। মসজিদ আল বাহারা জেদ্দা
ক্বারি আমান উল্লাহ,থানা বাঁশখালীমসজিদ আল খোদারীওয়াদি আল দাওয়াসির রিয়াদ।
হাফেজ মাওলানা মোঃ শফি উল আলম থানা চন্দনাইশ সৌদি আরব রিয়াদে মসজিদের নাম যোহরা জামিয়া মসজিদ,
মাওলানা মুজাহিদ উল্লাহ।বাড়ি: দোহাজারী চন্দনাইশ । মসজিদ (তায়েফ সৌদি আরব)