রাঙ্গামাটি প্রতিনিধি( শাকিল মন্ডল) পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা শাখা কর্তৃক দুইজন ডিজিএফআইয়ের দেশপ্রেমিক গোয়েন্দা অফিসারের মৃত্যুতে তাদের আত্মার মাগফেরাত কামনায় আজ দুপুর ১২. ১০ মিনিটে রাঙামাটি শহরের তবলছড়ি জামে মসজিদে ঈসালে ছাওয়াব মাহফিলের আয়োজন করা হয়। এতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা শরীয়ত উল্লাহ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দীক সহ ওলামা পরিষদের নেতা মাওলানা শুয়াইব,মাওলানা শামশুল আলম,মাওলানা উমর,মাওলানা মাজহার সহ সংগঠনের ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। এসময় দুই গোয়েন্দা অফিসারের জন্য রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
প্রসঙ্গত, গত ২৫-০৪-২২ আনুমানিক রাত ৯.৩০ মিনিটের সময় পার্বত্য রাঙ্গামাটি শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ডিজিএফআইয়ের দুইজন ফিল্ড অফিসার মোহাম্মদ দাউদুল হাসান এবং সার্জেন্ট মোহাম্মদ ঈসা রুহুল্লাহ নিহত হন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।