গতকাল রবিবার ভোর থেকেই সব ধরনের যানবাহনের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হয়। এরপর থেকে সেতুতে মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক, বাসসহ বিভিন্ন ধরনের যান চলাচল করতে দেখা যায়। তবে মোটরসাইকেলের উপস্থিতি দেখা গেছে সবচেয়ে বেশি। গতকাল পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনাও ঘটে। এতে দুজন নিহত হন।
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আজ সোমবার সকাল ৬টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। গতকাল রবিবার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করে সেতু বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৬টা থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে।