চট্টগ্রাম প্রতিনিধি : ইসমাইল ইমন চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে বিএম ডিপোর অগ্নিকান্ডে আহতদের আর্থিক সহযোগিতা করলেন নগরীর ‘ইয়াং স্পোর্টিং ক্লাব’। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট যুব ও ক্রিয়া ব্যক্তিত্ব এবং ইয়াং স্পোর্টিং ক্লাবে’র প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াছ হোসেন। তিনি বলেন, ‘আর্তমানবতার কল্যানে সব সময় নিজেকে নিয়োজিত রাখতে হবে। আমরা যেন একটি ইস্যু নিয়ে দৌড়ঝাঁপ করতে গিয়ে পুর্বের ক্ষতিগ্রস্ত মানুষদের কথা ভুলে না যাই।’ তিনি ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা আপনাদের জন্য অনুদান নিয়ে আসিনি। আমরা এসেছি আপনাদের দেখতে, খোঁজ খবর নিতে, আপনাদের পাশে দাঁড়াতে।’ ৪টা জুলাই সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বি এম ডিপোর কর্মচারীদের চিকিৎসার জন্য ক্লাবের পক্ষ থেকে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
ফৌজদার হাট ক্যাডেট কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবদুল কাদের পাটোয়ারী ক্ষতিগ্রস্তদের ধৈর্য্য ধরার আহবান জানিয়ে বলেন, ‘যে কোনো বিপদের সময় আল্লাহর সাহায্য কামনা করতে হবে। একে অন্যের বিপদে এগিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য।’ তিনি সবার সুস্বাস্থ্য কামনা করে মহান রবের কাছে দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক মোহাম্মদ নাসির হোসেন, ইদ্রিস সওদাগর, নাঈম উদ্দিন সওদাগর, মিরাজ হোসেন, খলিলুর রহমান, মোহাম্মদ আবুবকর, আব্দুর রহমান, বদিউল আলম, মোহাম্মদ মিজান, মোহাম্মদ রেদোয়ান, মোহাম্মদ মাসুদ সহ ক্লাবের সদস্যবৃন্দ।