ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আরিফুল ইসলাম আরিফ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিহত দুই ভাই বোনের লাশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ)।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায়) উপজেলার ধর্মপুর সীমান্তের ৯৪২ এর সাব পিলার ৮ এর বিপরীতে ভারতের কোচবিহার জেলার সুকারুরকুটি সীমান্তে হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।হস্তান্তরের সময় বাংলাদেশ পক্ষে উপস্থিত ছিলেন,কুড়িগ্রামের (ফুলবাড়ী-নাগেশ্বরী সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন রোজা, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান, পরিদর্শক সারোয়ার পারভেজ, ধর্মপুর ওয়ার্ড ইউপি সদস্য ফেরদৌস আলী, রেজাউল ইসলাম,কাশিপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার ফরিদ উদ্দিন ভারতের পক্ষে সাহেবগজ্ঞ থানার ইনচার্জ সাব ইন্সপেক্টর,এনথনি, ১৯২ বিএসএফ ব্যাটালিয়নের সেওটি-১ ক্যাম্পের কোম্পানী কমান্ডার শংকর।
লাশ হস্তান্তর শেষে নিহতদের স্বজনরা কফিনে করে বাংলাদেশ সীমান্তের এরশাদের বাড়ির সামনের মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসেন। এসময় বিজিবি ও ফুলবাড়ী থানার ওসির নেতৃত্বে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে নিহতদের বাড়ির এলাকার ইউপি সদস্য আজিজুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করা হয়।পরে কঠিন নিয়ে স্বজনরা বাড়িতে ফেরেন।গত রোববার বিকেল ৩টায় উপজেলার ধর্মপুর সীমান্তের ৯৪৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে দিগলাকুরা নদী থেকে বিএসএফ ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে। নিহত দুই ভাই বোন হল পাশ্ববর্তি নাগেশ্বরী উপজেলার পশ্চিম সুখাতি গ্রামের রহিচ উদ্দিন ও সামিনা বেগম দম্পতির সন্তান পারভীন (৮) ও সাকিবুর (৪)। উল্লেখ্য যে,গত শুক্রবার দিবাগত রাতে দিল্লি থেকে কাজ করে বাংলাদেশে অবৈধভাবে ফেরার পথে কাশিয়াবাড়ি সীমান্তে বিজিবি ধাওয়া খেয়ে মায়ের কোল থেকে দিগলাকুরায় পড়ে ওই দুই ভাই বোনের মৃত্যু হয়।