1. xsongbad@gmail.com : Harry Deb Nath : Harry Deb Nath
  2. tauhidcrt8@gmail.com : tauhidcrt8 :
রুপগঞ্জে পরিবেশ দূষনে লিতুন ( লিমিনা ফ‍্যাশন লিঃ) ফেব্রিক্স লিঃ এর বিরুদ্ধে গ্রামবাসির মানব বন্ধন।  - Songbadjogot.com
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০১:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
  • Welcome To Our Website...* এন জি ও ‘আরবান সমিতি’ –মাইক্রো ক্রেডিট ফাইনান্সে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা/পুরুষ মাঠ কর্মী নিয়োগ দেয়া হবে। বয়স ২৫ উর্ধ্ব হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩০১০৪১২৮৮  আমাদের অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৮১৫-৫৮৭৪১০

রুপগঞ্জে পরিবেশ দূষনে লিতুন ( লিমিনা ফ‍্যাশন লিঃ) ফেব্রিক্স লিঃ এর বিরুদ্ধে গ্রামবাসির মানব বন্ধন। 

চট্টগ্রাম প্রতিনিধি : ইসমাইল ইমন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৩৮ বার ভিউ

চট্টগ্রাম প্রতিনিধি : ইসমাইল ইমন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ডের মাসাবো সড়কের সাথ প্রায় ২৫ বছর পূর্বে গড়ে উঠেছিল লিতন ফেব্রিক্স শিল্প। এশিল্পের উৎপাদিত পন্য হচ্ছে সুতা তৈরি নীট কাপড় এবং ডায়িং, একসময় এশিল্পের অন্তর্ভুক্ত ছিল পোষাক তৈরি শিল্প। এছাড়া এশিল্পের ক‍্যাম্পাসে বিগত আনুমানিক ৬ বছর পূর্বে চালু করা হয়েছে বড় আকাড়ের একটি ব‍্যাটারি উৎপাদন কারখানা। সরেজমিনে অনুসন্ধান করে জানা যায় লিতুঋন ফেব্রিক্স লিঃ এর কাপড় রং করার কারখানা চালু করার পর হতে একবর্গ কিলোমিটার গ্রামের মধ‍্যে বিস্তৃত হয়েছে কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত বর্জ‍্য পানি। ফলে বিস্তৃত এলাকার ফসলি জমি বিষাক্ত হয়ে বিনষ্ট হয়েছে মাটির উর্বরতা। অত্র এলাকার মাটি গর্বের সুপ্রিয় পানির অভাব সব শ্রেনী মানুষের শরীরে নানা রকমের চর্ম রোগ, স্বাশকষ্ট এবং ধংস হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ ও সরিশ্রীপ প্রানির প্রজনন ও বংশ বিস্তার। এছাড়া এসব অঞ্চলের জলাশয় ও পুকুরে পদ্ম ও শাপলা এখন আর দেখা যায়না। বরপা গ্রাম পরিনত হয়েছে বিরুপ পরিবেশ আক্রান্ত বাসঅযোগ‍্য গ্রামে। লিতুন ফেব্রিক্স লিঃ এর পরিবেশ দূষনের আইনি প্রতিকার চেয়ে বরপা গ্রামবাসিরা মানবতা ও পরিবেশবাদি সংগঠন বাংলাদেশ তথ‍্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সহায়তায় ৬-৭-২০২২ ইং বিকেল ৪ ঘটিকার সময় বরপার গ্রামবাসিরা এক মানব বন্ধন করেন। এতে তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ড ও আশেপাশে এলাকার বিভিন্ন বয়সের নারী-শিশু ও পুরুষেরা অংশ গ্রহনপূর্বক লিতুন ফেব্রিক্স কোম্পীর বেআইনি ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধ এবং এসবের প্রতিবাদে ডিজি বন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর, তারাবো পৌর মেয়র ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে ৫টি দাবি পেশ করেন।

 শান্তিপুর্ন মানব বন্ধনে অংশগ্রহনকারী গ্রামবাসিরা বরপার পরিবেশ রক্ষা কর-বরপাবাসির জীবন বাচাও, লিতুন ফেব্রিক্স লিঃ এর পরিবেশ অপরাধ বন্ধ করুন করতে হবে, ডিজি পরিবেশ অধিদপ্তর নিরব কেন জবাব চাই দিতে হবে ইত‍্যাদি শ্লোগানে খোব প্রতিবাদ জানান। মানব বন্ধনের প্রতিপাদ‍্য পাঠ করেন ফাউন্ডেশনের সাংগঠনিক সচিব মোঃ রেজাউল ইসলাম, অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন সাবেক কমিশনার বরপা ৬ নং ওয়ার্ড, আব্দুল আজিজ শ্রমিকলীগ নেতা,নুপুর রহমান সমাজ সেবক, রাসেল ভুইয়া বিশিষ্ট সমাজ সেবকসহ আরো অন‍্যান‍্য স্থানীয় মান‍্য বর্গগন এছাড়া সমাপনী বক্তব্যে সহায়তাকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রবীণ মানবাধিকার ও সাংবাদিক নেতা নজরুল ইসলাম চৌধুরী বলেন মাটি পানি আলো বাতাস প্রানী জগতের মৌলিক অধিকার, ধরাকে স্বরাজ্ঞানকারী পরিবেশ অপরাধী লিতুন ফেব্রিক্স লিঃ এর কোনো অধিকার নেই স্বীয় স্বার্থে অন‍্যের অধিকার খর্ব করা। গ্রামবাসির দাবী আদায়ে লিতুন ফেব্রিক্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব‍্যর্থ হলে মানবাধিকার ফাউন্ডেশন ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরন আদায় ও পরিবেশ অপরাধিদের বিরুদ্ধে আইনি প্রতিকারের জন্য গ্রামবাসির পক্ষে পরিবেশ আদালতের আশ্রয় নিবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর