1. xsongbad@gmail.com : Harry Deb Nath : Harry Deb Nath
  2. tauhidcrt8@gmail.com : tauhidcrt8 :
ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও গাছের চারা বিতরণ। - Songbadjogot.com
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০১:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
  • Welcome To Our Website...* এন জি ও ‘আরবান সমিতি’ –মাইক্রো ক্রেডিট ফাইনান্সে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা/পুরুষ মাঠ কর্মী নিয়োগ দেয়া হবে। বয়স ২৫ উর্ধ্ব হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩০১০৪১২৮৮  আমাদের অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৮১৫-৫৮৭৪১০

ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও গাছের চারা বিতরণ।

রাঙ্গামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১১৭ বার ভিউ

রাঙ্গামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল প্রাকৃতিক সৌন্দর্য্য বর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনায়নের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও সারাদেশে বিজিবি কর্তৃক বৃক্ষরোপন সপ্তাহ পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণের উপস্থিতিতে অদ্য ০৬ জুলাই ২০২২ তারিখ ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম শফিকুর রহমান, পিএসসি, জি+ ব্যাটালিয়ন সদরে স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। বৃক্ষরোপন শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের সাথে মতবিনিময়কালে তিনি সকলকে অন্তত ০১ টি করে গাছের চারা রোপন করা এবং রোপিত গাছের চারা গুলোর নিয়মিত পরিচর্যা করার আহবান জানান যাতে আগামী ২০ বছর পর রোপিত গাছ গুলো প্রাকৃতিক বিপর্যয় হতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়।

এছাড়াও তিনি জানান সকলের সম্মিলিত প্রচেষ্টায় অত্র অঞ্চলে অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারলে অচিরেই ছোট হরিণা এলাকাটি পর্যটন এলাকা হিসেবে পরিচিতি লাভ করবে ও অতি দ্রুতই উন্নতির দিকে ধাবিত হবে। পাহাড়ী অঞ্চলের সম্প্রীতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে দূর্গম পাহাড়ী অঞ্চলের বিভিন্ন বিওপিতে বিজিবি সদাসর্বদা কাজ করে যাচ্ছে। মতবিনিময় শেষে অধিনায়ক, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) স্থানীয় জনসাধারণের মাঝে ৫০০ টি ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা হস্তান্তর করেন। এছাড়াও বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় অধীনস্থ সকল বিওপি/ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে আরও ৭৮২ টি ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা হস্তান্তর করা হবে মর্মে সকলকে অবহিত করেন।

ছোটহরিণা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে বিভিন্ন ধরণের গাছের চারা বিতরণের পাশাপাশি মানবিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে ব্যাটালিয়ন অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল শফিক ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর