চট্টগ্রাম প্রতিনিধি : ইসমাইল ইমন এবারের ঈদুল আযহা উপলক্ষে “পাহাড় কন্যা” বান্দরবানের পর্যটন স্পট গুলো সেজেছে নবরূপে,বর্ষার ঝির ঝির বৃষ্টিতে পাহাড়ের প্রকৃতি সেজেছে ভিন্ন রূপে।যদিও ঈদের প্রথম দিন জেলায় পর্যটকদের আনাগোনা কিছুটা কম থাকলেও ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন হতে দূরদুরান্ত হতে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে পাহাড় কন্যা বান্দরবানের পর্যটন কেন্দ্র গুলোতে। চোখ জুড়ানো সবুজে ঘেরা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, আঁকা-বাঁকা পাহাড়ি পথ এবং এগারোটি নৃগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ জীবনের সমাহার রয়েছে পার্বত্য বান্দরবানে। পর্যটকদের ভ্রমনের তালিকায় প্রথম পছন্দের তালিকায় স্থান পাচ্ছে মেঘলা,নীল আচল,নীল গিরি,শৈল প্রপাত,চিম্বুক,নীল দিগন্ত পর্যটন স্পট সহ জেলার বাইরে নাফা কুম,দেবতা কুম,ডিম পাহাড় সহ আরো অনেক পর্যটন স্পট গুলো।
দেশের বিভিন্ন জেলা থেকে প্রকৃতি প্রেমী পর্যটকেরা ছুটে আসছে সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের মিতালি উপভোগ করার জন্য।পর্যটকদের প্রধান আকর্ষণ পাহাড়-পর্বত ছাড়াও অসংখ্য ঝিরি-ঝর্ণা, স্বচ্ছ জলধারা, লেক সহ রাতের বেলায় বর্নিল আলোক সজ্জিত বান্দরবান জেলা শহরের সাঙ্গু ব্রিজ সংলগ্ন এলাকা।জেলায় আগত পর্যটকেরা সারাদিনের ক্লান্তি লাঘবের জন্য রাতের বেলায় আড্ডা জমায় সাঙ্গু নদীর ব্রীজের উপর।সাঙ্গু নদী তীরবর্তী সেনাবাহিনীর পরিচালিত ক্যাফে গুলোতেও পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মত। সরেজমিনে দেখা গেছে, জেলা সদর ও উপজেলার হোটেল,মোটেল ও রিসোর্টে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন আগত পর্যটকদের আগাম রুম বুকিং প্রায় ৫০ ভাগ সম্পন্ন হয়ে গেছে ঈদের আগেই জেলা সদরের হীল ভিউ,হীল টন,ব্লু স্কাই,হীল কুইন সহ আরো অনেক আবাসিক হোটেল গুলো ঈদে পর্যটকদের আগমন উপলক্ষে আগাম বুকিং ও সেবার মান বৃদ্ধি করেছে।
জেলায় পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পাওয়ার কারনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এডানোর জন্য জেলা পুলিশের পক্ষ হতে এবং জেলা টুরিস্ট পুলিশের পক্ষ হতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা মূলক ব্যাবস্থা। এ ব্যাপারে জেলা টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, পর্যটকদের নিরাপদ ভ্রমনে সার্বিক সহযোগিতায় কাজ করছে জেলা টুরিস্ট পুলিশ এ জন্য বিভিন্ন পর্যটন স্পট সমূহে আমাদের টিম কাজ করছে এবং আমাদের সহযোগিতায় জেলা পুলিশের টিম ও আছে। এ ব্যাপারে বান্দরবান হোটেল,মোটেল,রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম বলেন , বিগত করোনার কারনে জেলায় পর্যটকদের ভ্রমনের উপর নিষেধাজ্ঞা ছিলো এ বছর এমনটা নেই তাই আমরা আশা করছি বান্দরবানে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হবে। পর্যটকদের বরনের জন্য প্রস্তুত আছে জেলার তিন তারকা ও দুই তারকা হোটেল গুলো,তাছাড়া পর্যটকদের বাজেটের উপর নির্ভর করে আছে স্বল্প ভাড়ার আবাসিক হোটেলের ব্যাবস্থাও।