1. xsongbad@gmail.com : Harry Deb Nath : Harry Deb Nath
  2. tauhidcrt8@gmail.com : tauhidcrt8 :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
  • Welcome To Our Website...* এন জি ও ‘আরবান সমিতি’ –মাইক্রো ক্রেডিট ফাইনান্সে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা/পুরুষ মাঠ কর্মী নিয়োগ দেয়া হবে। বয়স ২৫ উর্ধ্ব হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩০১০৪১২৮৮  আমাদের অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৮১৫-৫৮৭৪১০

‘নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে’-ডাঃ শাহাদাত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২৩৮ বার ভিউ

“বিএনপি নির্বাচন চাই না, বিএনপি জ্বালাও-পোড়াও এ বিশ্বাসী” তথ্যমন্ত্রীর দেয়া এমন বিবৃতিতে তাঁর অভিমত কি জানতে চাওয়া হলে তিনি ‘নির্বাচনকে নির্বাচনে পাঠিয়েছে’ মন্তব্য করে জানান,” গ্ণতন্ত্রের শেষ ধাপ হল নির্বাচন। এতে এত অনিয়ম, অনাচার সত্ত্বেও সাংবিধানিক রক্ষার জন্য, গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য বিএনপি বারবার নির্বাচনে অংশগ্রহণ করছে।

মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামকে নিয়ে তাঁর ভাবনা কি এমন বিষয়ে তিনি বলেন, “ চট্টগ্রামকে হেলদি স্মার্ট সিটিতে রূপান্তর করার মাধ্যমে চট্টগ্রামকে ‘পর্যটন নগরী’ হিসেবে গড়ে তোলা। আর এটা করতে পারলেই চট্টগ্রামের মূল সমস্যা জলাবদ্ধতা কাটানো সম্ভব হবে।

বক্তব্যের এক পর্যায়ে ‘ কৃষি, গার্মেন্টস ও শ্রম-জনশক্তি’ এ তিনটি খাতকে শহীদ জিয়ার  কনসেপ্ট বলে উল্লেখ করেন যা বাংলাদেশের জিডিপিতে অবদান রাখছে।  

এদিকে গত বৃহস্পতিবার, ঢাকা উপনির্বাচনের ফলাফলকালে এক ঘন্টার ব্যবধানে নয়টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটি এবং কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়। এর একদিন পর মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রাম ষোলশহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে ‘করোনা সুরক্ষা সামগ্রী ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি’র চট্টগ্রাম মহানগরের সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান এবং অঙ্গসংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভার বক্তব্য শেষে অত্র এলাকার বাসিন্দাদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর