ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি : নজরুল ইসলাম ময়মনসিংহের ভালুকায় ইউপি সদস্যকে খুর দিয়ে প্রকাশ্যে হত্যার চেষ্টায় একজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানাযায়, ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলামের উপর পূর্ব শত্রুতার জেরে ১৫ই জুলাই বিকালে উপজেলার পাঁচগাঁও দক্ষিনপাড়া সুর্য্যত আলীর চা’র দোকানের সামনে প্রকাশ্যে খুর দিয়ে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয় সূত্রে জানাযায়, ওই এলাকার মৃত আঃ জব্বারের ছেলে এ.কে এম হামিদুর রহমান (৫০) ও হামিদুরের ছেলে মোঃ বাদন মিয়া (২২) সেলুনের একটি দাঁড়ালো খুর দিয়ে ইউপি সদস্যর গলা বরাবর পুঁচ মারিলে সে হাত দিয়ে বাঁধা দিলে বাম হাতে ও পেটে মারাত্মক জখম হয়। এ সময় এলাকাবাসী খুর সহ এ.কে এম হামিদুর রহমানকে আটক করতে পারলেও তার ছেলে বাদন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ইউপি সদস্যকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং হামিদুরকে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাদি হয়ে এ.কে এম হামিদুর রহমান ও তাঁর ছেলে বাদনসহ অজ্ঞাত ৪/৫জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।