নিজস্ব প্রতিবেদক গত শুক্রবার ২২/০৭/২০২২ ইং তারিখে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি চলে রাত ১০ টা পর্যন্ত। সারাদিনের অনুষ্ঠানমালার মধ্যে ছিল- জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরান থেকে তেলাওয়াত, পবিত্র গীতাপাঠ,পবিত্র ত্রিপিটক পাঠ, পবিত্র বাইবেল পাঠ সহ র্যালি সহকারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। এরপর সৌমেন চৌধুরীর সহযোগীতায় এবং উজ্জ্বলচন্দ্র নাথ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় তৎকালীন এবং বর্তমান শিক্ষকদের নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান, যা “কৈশোরের বন্ধুরা” নামক ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের মাধ্যমে শুরু হয়। কৈশোরের বন্ধু মহিউদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে স্মৃতিচারণে অংশগ্রহণ করেন ২০০২ ব্যাচ এর কৈশোরের প্রিয় বন্ধু ডাঃজাহেদউল্ল্যাহ, ডাঃ মহিউদ্দিন, ডাঃ অভিষেক, শোভন পারিয়াল, নাজমুল হোসেন রুমি, মিঠন দাশ এবং মোরশেদ। স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী স্যার, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম স্যার, প্রাক্তন অধ্যক্ষ এইচ.এম.ফজলুল কাদের চৌধুরী স্যার,লুৎফুন্নেসা ম্যাডাম, কাজল স্যার, শিহাবউদ্দিন স্যার, রতন স্যার, যীশু স্যার, আব্দুল হক স্যার সহ প্রাক্তন মিউনিসিপ্যাল পরিষদ (ওমসা)’র সাধারণ সম্পাদক সাদেক হোসেন পাপ্পু ভাই এবং সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ সাইফুদ্দিন ভাই। এ সময় শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে ফুলেল শুভেচ্ছা জানানো সহ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপরই ব্যান্ড প্রোগ্রাম এর মাধ্যমে শুরু হয় সকলের মিলিত-নাচ। র্যাফেল ড্র এর মাধ্যমে শেষ হওয়া এই পুণর্মিলনী অনুষ্ঠানটিতে প্রায় ১৫০ জন পুরাতন শিক্ষার্থীদের পদচারণায় সারাদিন মুখরিত ছিল স্কুল প্রাংগন। সকলের জন্য দুপুরে ছিল বাংগালিয়ানা খাবার ও রাতে ছিল চিকেন বিরিয়ানী এবং সন্ধ্যায় ছিল স্ন্যাক্স। এছাড়াও প্রত্যেকের জন্য ছিল সুভেনিয়র গিফট। উক্ত অনুষ্ঠান টি সফল করার জন্য যাদের অবদান অনস্বীকার্য তারা হলেন- ধীমান চৌধুরী, মোঃ মোরশেদ, মহিউদ্দিন, জুয়েল সাহা, অনিরুদ্র পালিত, রাজীব দাশ, সৌমেন চৌধুরী, অমর চক্রবর্তী এবং উজ্জ্বলচন্দ্র নাথ।