চট্টগ্রাম প্রতিনিধি : ইসমাইল ইমন আন্তর্জাতিক গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে চট্রগ্রাম প্রেসক্লাব চত্বরে ৩০শে আগষ্ট সকাল ১০টায় মায়ের ডাক ও এইচ আর ডি নেটওয়ার্ক যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গুমের শিকার পরিবারের ব্যক্তিরা উপস্থিত ছিলেন, সংক্ষিপ্ত বক্তব্য বলেন, গুম মানবতাবিরোধী অপরাধ এঘটনা সরকারি বাহিনী কর্তৃক সংগঠিত হয়, রাষ্ট্র এর দায় এড়াতে পারে না, গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। মানবাধিকার কর্মী আব্দুল্লাহ মজুমদার সভাপতিত্বেউপস্থিত ছিলেন, সাংবাদিক জাহিদুল ইসলাম কচি, কামাল পারভেজ, কামরুল হুদা, তুষার মুজিব, ইসমাইল ইমন, মঞ্জুরুল ইসলাম, ওসমানজাহাঙ্গীর,
বিজয়কমল বড়ুয়া,রহুল,সুমন বড়ুয়া, আমিন,আবদুল্লাহ, মজুমদার, শহিদুল ইসলাম,গুম থেকে ফিরে আসার হেফাজতে নির্যাতনের শিকার রিজভী হাসান চৌধুরী, গুমে শিকার ভিকটিম পরিবার সদস্য মোঃ বাদশাহ,শামীম সরদারের পক্ষে অভিলাষ মাহমুদ, নজরুল ইসলাম বাচা’র স্ত্রী, সামিমা আরা সিদ্দিক, জাহেদ হাসানের মা হোসনে আরা বেগম, ইয়াছিন, আরাফাত ও রাজু
এই সময় আরো বক্তব্য রাখেন,কে এম আবুল কাশেম, হামেদ হাসান, জানে আলম, অসীম বড়ুয়া, মোহাম্মদ জিয়া উদ্দিন, মহিদুল আলম, তৌহিদুল আলম, হাসান মুরাদ, এইচ এম আলমগীর রানা,