চট্টগ্রাম প্রতিনিধি : ইসমাইল ইমন চট্টগ্রামের বাকলিয়া ১৯ নং ওয়ার্ডের শোক দিবসের মিছিলে হামলা ৬৩ জনকে নিয়ে মামলা গড়ালো আদালতে। বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকায় আওয়ামী লীগের মিছিলে হামলা ও কাউন্সিলর নুরুল আলম মিয়ার বাসভবনসহ অফিসে বিএনপির নেতাকর্মী কর্তৃক হামলার প্রতিবাদে ১৯ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত ২৯ আগস্ট সোমবার বিকালে কাউন্সিলর নুরুল আলম মিয়ার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জাতীয় শোক দিবসের শোক মিছিল বের করলে অপর দিক থেকে আসা ওয়ার্ড বিএনপির নেতা ও কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী গুরুতর ভাবে আহত হয়। ক্রমাগত আক্রমনে সে সময় ভাঙচুর করা হয় ওয়ার্ড কাউন্সিলরের অফিস এবং তার বাসা। কাউন্সিলরের অফিস ও বাসায় ভাঙচুরের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । পরবর্তীতে থানা পুলিশের তদন্তের পর ৬৩ জনকে আসামী করে এজহার করা হয়। আসামীরা হলেন, বিএনপি নেতা নবাব খান, মোঃ টিপু, নুর উদ্দিন, ইয়াকুব চৌধুরী নাজিম, সানাউল্লাহ কাদের চৌধুরী, রিশাত, তারেক রহমান জনি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।