নিউজ ডেক্স : নাম রাকিব চৌধুরী,পিতা-কামরুল আলম,মাতা-চেমন আরা বেগম। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বোয়ালখালী ফুটবল একাডেমির উদীয়মান তরুন রাইটব্যাক। স্বপ্ন, সংকল্প, চেষ্টা এই তিনের সমন্বয় নিজেকে এগিয়ে নিতে থাকা রাকিব ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছিলো ভালো একটি ক্লাবে যোগদান করে কোচিংয়ের সুযোগ-সুবিধা নিয়ে নিজেকে দেশ এবং দশের সামনে তুলে ধরবে। তার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে।এখন প্রয়োজন নিজেকে একজন যোগ্য ফুটবলার হিসেবে গড়ে লালিত স্বপ্নকে সার্থকতায় রূপ দেয়া।
বোয়ালখালী ফুটবল একাডেমিতে নিজেকে তৈরি করার পাশাপাশি বিভিন্ন সময়ে সে স্থানীয় এবং জেলা,বিভাগীয় বয়সভিত্তিক টুর্নামেন্ট গুলোতে নিজেকে তুলে ধরতে শুরু করে,অল্প বয়সেই ভালো ফুটবলারের কৃতিত্ব অর্জন করতে থাকে। ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরী পাইওনিয়ার লীগ,তৃতীয় বিভাগ,বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৬,১৭ উপজেলা ও জেলা পর্যায়ে অংশগ্রহণ করে তার পরিচয় জানিয়েছে দেশবাসীকে।
এভাবেই সে বয়সভিত্তিক জাতীয় দলে খেলার মাধ্যমে একদিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে চায় সে এবং এমনটাই জানিয়েছেন তিনি সংবাদ জগৎ চট্টগ্রাম কে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা