ষ্টাফ রিপোটার : মাকসুদুল ইসলাম ফাহিম চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত আসামি লক্ষণ দাশকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোস্তাফিজুর রহমান জানান, ভুক্তভোগীর মৃতদেহ উদ্ধারের পর দেখা যায় সেই বস্তায় টিসিবির সিল। টিসিবির সীলযুক্ত বস্তা ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে শ্যামল স্টোর নামক একটি গোডাউনে অভিযান চালানো হয়।
এবং সব কিছু বিবেচনা করে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে আসামি লক্ষণ দাশকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামি লক্ষণ দাশ পুলিশকে জানায় ভুক্তভোগী মারজানা হক বর্ষাকে সে বিভিন্ন সময়ে দোকান থেকে চিপস, চকলেট দিত। ঘটনার দিনও সে ভিকটিমকে ১শ টাকা দেওয়ার লোভ দেখিয়ে দোকানের গোডাউনে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে এবং শ্বাসরোধ করে হত্যা করে।
এর আগে গত ২৪ তারিখ বিকালে দোকানে চিপস কিনতে গিয়ে শিশু মারজানা হক বর্ষা নিখোঁজ হয়। এরপর তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ করেও পায়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে নগরীর জামালখানের একটি নর্দমা থেকে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।