অনলাইল নিউজ চ্যানেল সংবাদ জগৎ এর জন্য চট্টগ্রাম প্রধান অফিসের জন্য চট্টগ্রাম মহনগর ভিত্তিতে সাংবাদিক ও ক্যামেরা পারসন নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা হলো।
মোবাইল : +880 01863519899 বা +880 1815587410
ইমেইল: songbadjogot24@gmail.com
সংবাদ জগৎ এ সাংবাদিকতা কাজ করার পূর্ব শর্তসমূহ জেনে নিন:-
১. ল্যাপটপ বা ভালো ক্যামেরার এন্ড্রয়েড ফোন থাকতে হবে।
২.সামাজিক যোগাযোগ ফেসবুক ও ই-মেইল পরিচালনায় পারদর্শী হতে হবে।
৩. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে
৪.কোনো ভাবেই অন্য পত্রিকা থেকে কপি নিউজ করা যাবে না।
৫. কোনো পুরাতন নিউজ করা যাবে না।
৬. অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে।
৭. ধর্মবিরোধী, রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা ও কারো নামে মানহানী ও বিরোধী নিউজ করা যাবে না।
৮. কোন রাজনৈতিক দলের সদস্য হওয়া যাবে না। নিরপেক্ষভাবে সাংবাদিকতায় কাজ করতে হবে।
৯.সংবাদ জগৎ এর সাংবাদিক পরিচয়ে কোনোভাবেই হুমকি ধামকি দিয়ে ঘুষ গ্রহন ও চাঁদাবাজি করা যাবে না।
১০. সংবাদ জগৎ সাংবাদিক পরিচয় দিয়ে অফিস আদালতে কোনোভাবেই দালালি করা যাবে না।
১১. সংবাদ জগৎ ছাড়া অন্য পত্রিকায় কাজ করলে সম্পাদক বা সংবাদ জগৎ টিমকে জানাতে হবে।না জানিয়ে কাজ করলে আপনি কোনো সমস্যায় পড়লে , পরে তা কোনোভাবেই সংবাদ জগৎ সহযোগিতা করবেনা।
যোগ্যতা ও অভিজ্ঞতা/কাজের পরবর্তি নির্দেশনা সমুহঃ
১. অবশ্যই সর্বনিম্ন এসএসসি বা এইচএস সি পাশ হতে হবে। তবে স্নাতক/ডিগ্রীদের অগ্রাধীকার দেওয়া হবে।
২. নিয়োগপ্রাপ্তদের কালার আইডি কার্ড, ভিআইপি কার্ডের ফিতা, গাড়ীর স্টীকার, অফিস আদালতে লাগানোর জন্য পত্রিকার লিফলেট, ভিসিটিং কার্ড, মাইক্রোফোন লোগো সম্বলিত (ফোনে ব্যবহারের জন্য) দেওয়া হবে।
৩. ভিডিও সংবাদের জন্য মডারেটর লাইভ পাসওয়ার্ড দেওয়া হবে। আপনি বিশেস সংবাদ গুলো লাইভে প্রচার করতে পারবেন।
বেতন : ৭০০০ টাকা ও কমিশন এবং অন্যান্য সুযোগ-সুবিধা।
আগ্রহীগণ চট্টগ্রাম অফিসের ঠিকানায় যোগাযোগ করুন।
যোগাযোগ : যোগাযোগ : সংবাদ জগৎ, মাবিয়া মার্কেট,২য় তলা, বিবিরহাট ,মুরাদপুর চট্টগ্রাম। মোবাইল:01815587410 / 01863519899