শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো নিউক্লিয়াস গ্রুপের ডিজিটাল মার্কেটারদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা। দেশের প্রায় ২২ টি জেলার ডিজিটাল মার্কেটাররা রেজিস্ট্রেশন করে এই কর্মশালায় অংশ নেয়ার সুযোগ পায়। এতে প্রধান অতিথি ছিলেন নিউক্লিয়াস গ্রুপের চেয়ারম্যান সত্যজিৎ চক্রবর্ত্তী। নিউক্লিয়াস গ্রুপের ডিজিটাল মার্কেটাররা ফ্রিল্যান্সিংয়ের ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের পাশাপাশি কিভাবে লোকাল মার্কেটপ্লেসে কাজ করে ক্যারিয়ারে নিজেদের প্রতিষ্ঠিত করবে তার দিকনির্দেশনা দেন প্রশিক্ষক।
দেশের ২২ টি জেলার ডিজিটাল মার্কেটাররা এই কর্মশালায় অংশ নেয়৷ এতে শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, গৃহিণী, ব্যাংক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়৷ নিউক্লিয়াস গ্রুপের উদ্যোগে এর আগেও এধরনের কর্মশালায় অংশ নিয়ে অনেকে এখন সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন বলে দাবি করেন তারা।
রিটেইল মার্কেটিং অফিসার হিসেবে প্রমোশন পেয়ে ক্রেস্ট নিয়েছেন আদনান আলম মিরান, রাজিয়া সুলতানা জেনি, জয় দাশ, চায়লা চিং মারমা, ইসতিয়াক উদ্দিন, মেহেরুন্নেসা শিরিন, আফসার সৈকত, সাকিব খান নয়ন, কেয়া চক্রবর্ত্তী, ত্রিনয় সাহা, বিটন দাশ এবং সজীব দাশ।
মার্কেটিং অফিসার হিসেবে পদোন্নতি পেয়ে ক্রেস্ট পেয়েছেন রিয়াদ মোস্তফা এবং মোঃ ইসফাত করিম ঈশান।
সিনিয়র মার্কেটিং অফিসার হিসেবে পদোন্নতি পেয়ে ক্রেস্ট পেয়েছেন সজল শীল, জান্নাতুল মাওয়া লিনা এবং মোঃ মাহফুজুর রহমান সাকিব। এছাড়া মার্কেটিং ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়ে ক্রেস্ট পেয়েছেন মোঃ কায়েস।
অনুষ্ঠানে নিউক্লিয়াস ম্যানেজমেন্ট বোর্ডের পক্ষ থেকে সত্যজিৎ চক্রবর্ত্তীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২০২৩ সালকে ঘিরে নিউক্লিয়াস গ্রুপের ডিজিটাল মার্কেটারদের একটা রোড ম্যাপ দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।