স্টাফ রিপোটার : মোঃ মাকসুদ ইসলাম ফাহিম গত ৩ তারিখ শুক্রবার চট্টগ্রাম অটো টেম্পু মালিক সমিতি ১ ২ ও ১৬ নাম্বার রোডের শাখা কমিটির শুভ উদ্বোধন ও পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের রউফাবাদের স্থায়ী কার্যালয়ে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিটন মটরস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব গোলাম রসুল বাবুল, উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাপ্তাই ও আরাকান সড়ক অটো টেম্পু মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ মোতাহের হোসেন, উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাপ্তাই ও আরাকান সড়ক অটো টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব তরুণ দাশগুপ্ত বানু, এবং উপস্থিত ছিলেন চট্টগ্রাম বাইজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব আলহাজ্ব আব্দুল নবী লেদু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটো রিক্সা ও হালকাজান শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি জনাব আনোয়ার হোসেন।
চট্টগ্রাম আওয়ামী যুবলীগের সদস্য মোঃ শেখ নাসির এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।
নতুন এই কমিটির সভাপতি জনাব আলি হাসানের নেতৃত্বে চট্টগ্রাম অটো টেম্পু মালিক সমিতি শ্রমিক ও যাত্রিদের অগ্রগতির জন্য কি কি উদ্যোগ নিতে যাচ্ছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে , সেই উন্নয়নের একটা ক্ষুদ্র অংশ হতে পেরে আমি ও আমার নবগঠিত কমিটির সবাই গর্বিত এবং আনন্দিত। প্রধানমন্ত্রী আমাদের যেভাবে দিকনির্দেশনা দিবে আমরা সেভাবেই কাজ করে যাবো ইনশাল্লাহ এবং সরকারের পাশে সবসময়ই চট্টগ্রাম অটো টেম্পু মালিক সমিতির সদস্যরা একতাবদ্ধ হয়ে থাকবে।
এ সময় অতিথিরা নিরাপদে যানবাহন চলাচল এবং নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি না চালানোর জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এবং কাগজ পত্র ঠিক রেখে এবং অভিজ্ঞ চালক দ্বারা গাড়ি চালানোর অনুরোধ ও করেন বক্তারা।