নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অক্সিজেন রিডার্স স্কুলে সমাজ উন্নয়নমূলক সংগঠন “ঐকতান” এর ব্যবস্থাপনায় ও নাগরিক হাসপাতাল চট্টগ্রাম এর সহযোগিতায় রিডার্স স্কুল অক্সিজেন ক্যাম্পাসে
ফ্রি চিকিৎসা সেবা ও খতনা ক্যাম্প-২৩ইং সম্পন্ন!
আযোজক কমিটির আহবায়ক রাশেদ মোস্তাফিজ, ঐকতান সেক্রেটারী Bappy বাপ্পি রহমান ও নাগরিক হাসপাতাল চট্টগ্রাম ডিজিএম আনিসুর রহমান মুন্নার তদারকিতে
ঐকতান সদস্য সাজ্জাদ সাকিব এর সন্ঞালনায় সভাপতি শাকিল মাহমুদ এর সভাপতিত্বে উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
১,২ও৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর
ফেরদৌস আরা বেগম মুন্নী,
অক্সিজেন এরিয়া ট্রাফিক পুলিশ ইনচার্জ জনাব আলমগীর,
পাঁচলাইশ ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি
আলহাজ্ব মনজুর আলম চৌধুরী,
অক্সিজেন বিট পুলিশিং কমিটির সভাপতি সৈয়দ শাহ এরফান,
২নং জালালাবাদ ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সেক্রেটারী কামাল উদ্দিন সায়েম,
নাগরিক হাসপাতাল চট্টগ্রাম এর এমডি ডাঃ এনামুল ইসলাম,
সমাজসেবক মো: মোশাররফ হোসেন,
ঐকতান উপদেষ্ঠা রোটারিয়ান ডাঃ মনির আজাদ,
রোটারিয়ান নারায়ণ বৈদ্য,
রিডার্স স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল আব্দুল্লাহ ওমর ফারুক,
ঐকতান কো-চেয়ারম্যান
ইন্জি: পারভেজ ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন
ঐকতান এর সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ ইমন ,
প্রোগ্রাম যুগ্ম আহবায়ক মেজবাহ চৌধুরী রাফি,
সাবেক শিক্ষা সম্পাদক সাব্বির হোসেন,
যুগ্ম সম্পাদক শাহেদ বিন হাশেম পলাশ,
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদুন নবী নোমান,
অর্থ সম্পাদক সাইফুল রানা
দপ্তর ও প্রচার সম্পাদক মেহেদী হাসান আকাশ,
কার্যকরী সদস্য শাহেদুল সাকিব, সাইফুল সাহেদ, ফয়সাল তালুকদার, সৈয়দ ফায়াজ আকিফ,
সিনিয়র সদস্য ইমরান ইমু,
সদস্য সোহাদ সাদমান, মাঈনুল হাসান আকিল, হাসান- বিন- সাবিত, মাজেদুর রহমান, কামরুল ইসলাম, সাকিব, বি এস এস সাজ্জাদ, ইফথু,
মহিলা সদস্য
সানজিদা আলম চৌধুরী,
সাবরিনা নুসরাত মিম,
পাপিয়া সুলতানা,
উম্মে হাবিবা সহ প্রমুখ