স্টাফ রিপোটার : মোঃ মাকসুদুল ইসলাম চট্টগ্রামের ষোলশহরে অটো টেম্পু চালক দের কাছ থেকে কথিত আলির নেতৃত্বে অবৈধভাবে হুমকি ধমকি দিয়ে চাঁদাবাজির বিপক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিকরা।
গতকাল শুক্রবার ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের ২নং গেট এলাকায় চট্টগ্রাম অটো টেম্পু ২ এবং ১৬ নাম্বার রুটের শ্রমিকরা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
গত ২২-২৩ তারিখ থেকে চট্টগ্রাম এর ২নং গেট থেকে ট্রাফিক পুলিশ দ্বারা ইউটার্ন বন্ধ করে দেওয়ায় অটো টেম্পু চালক রা ষোলশহর স্টেশনের সামনে দিয়ে ইউটার্ন ব্যাবহার করছিলো তখন নামধারী শ্রমিক নেতা আলির নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা প্রতিটি গাড়ি থেকে চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে মারধরের হুমকি দেয়।
এসময় অটো টেম্পু শ্রমিক নেতা দিদার মোল্লা ও ওসমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন জিকো, জসিম, জাবেদ, সোহেল, আনোয়ার, মাহাদুল, নুরুল আলম,শুভ, তৌহিদ ইমরান রুবেল ছাড়াও আরো অনেক নেতাকর্মী রা।