ডেক্স নিউজ : বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু প্রাক্তন আইন শিক্ষার্থী পরিষদের সাথে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সম্পন্ন হয়।এতে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক এ্যাড.সুব্রত শীল(রাজু), যুগ্ম আহবায়ক এ্যাড.হাবিবুর রহমান,সদস্য-সচিব এ্যাড.শামসুল হক টিটু,যুগ্ম সচিব এ্যাড.আশেকুল ইসলাম সায়েম,ব্লা এর সাবেক সভাপতি এ্যাড.সুলতান মহিউদ্দিন জনি,সাবেক সাধরন সম্পাদক এ্যাড.লুৎফুর রহমান রুপু,এ্যাড.আজিজুর রশীদ রাসেল,বর্তমান ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড.ফোরকান খোকন,পটিয়া আইনজীবী সমিতির সাবেক পাঠাগার সম্পাদক এ্যাড.মো:নূর মোস্তাফা, এ্যাড.বাপ্পা ঘোষ, এ্যাড.শাহাদাত হোসেন সিরাজি, এ্যাড.রিপন কান্তি দে,এ্যাড.রাজেশ বিশ্বাস, এ্যাড.ইসতিয়াক,এ্যাড.সোহেল আরমান,এ্যাড.গিয়াসউদ্দিন ইমতিয়াজ,এ্যাড.হিমাদ্রী চৌধুরী হিমু,এ্যাড.প্রবাল শীল,এ্যাড.আবুল হাসনাত তালুকদার, এ্যাড.অনিক দেবানথ, মো:ইমরান এবং জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত অর্থ সম্পাদক এ্যাড.মো:মোশারফ হোসেন,নির্বাহী সদস্য এ্যাড.রানা মিত্র,এ্যাড.মনজুর আলম,এ্যাড.সাজেদা বেগম সাজু সহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্য প্রমুখ।এসময় জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারন সম্পাদক এ্যাড.এ.এস.এম বজলুর রশীদ মিন্টু বলেন-স্বাধীনতার পূর্ব হতে আজ পর্যন্ত বাংলাদেশের সকল গনতান্ত্রিক আন্দোলনে অগ্রগামী ভূমিকা রেখেছেন জাতির জনকের আদর্শের কর্মীরা,কাজেই আগামীদিনেও তাদের আরো ভূমিকা রাখতে হবে।সমিতির নবনির্বাচিত সহ-সাধারন সম্পাদক এ্যাড.মোহাম্মদ ইমরান বলেন-জাতির জনকের আদর্শের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ, যে দলটি সর্বদা দেশ ও জনগনের ভাগ্য উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছে যে উন্নয়নের ছোয়া আইনজীবী সমিতিতেও লেগেছে। যার প্রতিফলন ঘটেছে গত ১২ই ফেব্রুয়ারীর নির্বাচন, যাতে আওয়ামীলীগ মনোনীত সমন্বয় পরিষদের প্যানেলের নিরংকুশ বিজয়।