ডেক্স নিউজ : গোপন তথ্যের ভিওিতে এই প্রতারক চক্রের সন্ধান পেলে নগরীর বন্দর থানাধীন নিমতলা এলাকা থেকে বিপুল পরিমান চোরাই পণ্য সহ এদের আটক করে RAB-7 চট্টগ্রাম
দীর্ঘদিন সরকারি খাদ্য গুদামের চাউল অবৈধভাবে সংগ্রহ করতো তারা ।তাছাড়া বাংলাদেশ খাদ্য মন্ত্রনালয় কতৃক নির্ধারীত মূল্যের চেয়ে কম মূল্যে ডাল,গম সহ অন্যান্য ভোগ্যপণ্য মজুদ করতো প্রতারোকরা।আবার সেগুলোকে নিজেদের মালিকানাধীন পিকআপ ভ্যানে করে বিক্রি করতো বিভিন্ন পাইকারি ও খুচরা ব্যবসায়ি দের কাছে।নূরজাহান সহ অন্যান্য কোম্পানির লেভেল লাগিয়ে বাজারজাত করতো ওই প্রতারোক চক্র।যা ভোক্তাদের সাথে সম্পূর্ণ ভাবে অপরাধ জনক কাজ।
গত ১৪মার্চ নগরীর বন্দর থানধীন এলাকায় একটি গোডাউনে পিকাপ ভ্যানে বিপুল পরিমান চোরাই পন্যসহ আটক হয় পারভেজ আলম ও মোঃ নূরনবী নামে প্রতারোক চক্রের সক্রিয় এই দুই সদস্য।পারভেজ আলম চট্রগ্রামের বন্দর থানা এলাকার খালপাড় এবং নূরনবী কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন বড়াইল গ্রামের বাসিন্দা।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে এই সত্য স্বীক্ষার করে আসামীরা। তারা এও সীকার করেন যে দীর্ঘদিন যাবৎ সরকারি গুদামে চাউল সহ অন্যান্য পণ্য দ্রব্য অবৈধ ভাবে সংগ্রহ করে আসছেন এবং খাদ্য গুদামের বস্তা পরিবর্তন করে নূরজাহান ও অন্যান্য কোম্পানীর লেভেল ব্যবহার করতো প্রতারোক চক্র।
গ্রেফতার কৃত আসমী ও জব্দকৃত মালামাল সংক্রান্ত পরর্বতী আইনানুক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানাই হস্তান্তর করা হয় বলে যানান RAB-7 চট্রগ্রাম।