ডেক্স নিউজ : ২৫ কেজি গাঁজা ও ৯৩ বোতল ফেন্সিডিলসহ চট্রগ্রামের কেরানিহাট ও মাদক নগর নামে খ্যাত সিটি সেন্টার হতে ৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ি আটক।
গত ১৭ মার্চ গোপন সংবাদের ভিওিতে র্যাব – ৭ চট্রগ্রাম জানতে পারে চট্রগ্রাম– কক্সবাজার মহাসড়কের উপর মাদক ক্রয়-বিক্রয়ের জন্য একজন মাদক ব্যবসায়ি অবস্থান করছে। তথ্য পাওয়ার পর র্যাব – ৭ চট্রগ্রাম অভিযান পরিচালনা করলে অএ এলাকা থেকে মোঃ মামুনর রশিদ নামে একজনকে আটক করে।গ্রেফতারকৃত আসামী কক্সবাজার জেলার, রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি এলাকার বাসীন্ধা।
আসামী একটি প্লাস্টিকের ব্যাগে করে ৬০ বোতল ফেন্সিডিল পাচার করার চেষ্টা করছিল। যা উপস্থিত সাক্ষীদের সম্মুখে নিজ হাতে র্যাব – ৭ কে বের করে দেয় আসামী।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করা হলে আসামী জানায় সিটি সেন্টারের ২য় তলায় একটি দোকানের ভেতর আরও কয়েকজন ব্যক্তিসহ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করেন তারা। তাৎক্ষনিক র্যাব – ৭ এর সদস্যরা উপস্থিত সাক্ষী ও আটককৃত আসামীকেসহ নিয়ে দোকানটির মধ্যে অভিযান পরিচালনা করলে ১।মিনহাজুর রহমান (মিনহাজ) ২। শহর মলুক (রাশেদ) নামে আরো দুই মাদক ব্যবসায়িকে হাতে নাতে আটক করা হয়। যারা দুজনেই চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্ধা।
দোকানের তল্লাশি করে দোকানের উওর-পশ্চিম কোন থেকে রক্ষিত ২টি প্লাস্টিকের বস্তা ও ১টি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। যাতে ২৫ কেজি গাঁজা এবং ৩৩ বোতল ফেন্সিডিল ছিলো। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ্য টাকা।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বলেন কেরানিরহাট এলাকার কুখ্যাত মাদক গ্রুপ বা ফোরহান গ্রুপ নামে পরিচিত এই সিন্ডিকেট হল সিটি সেন্টার।যেটি স্থানিয় ভাবে মাদকের সকল কর্মকান্ডের স্থান হিসেবে পরিচিত।তারা সাধারন ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের কারবার করে এবং কক্সবাজার,ফেনী,কুমিল্লা থেকে কেরানিহাট,চট্রগ্রামে এসব মাদক দ্রব্য নিয়ে আসতো।গ্রেফতারকৃত সকলেই ওই সেন্ডিকেট দলের সদস্য।
আটককৃত আসামী ও উদ্ধাররকৃত মাদক দ্রব্য সংক্রান্ত পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয় বলে জানান র্যাব – ৭ চট্রগ্রাম।