চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধসে নিহত হয়েছেন পাঁচ জন। এদের মধ্যে খোকা (৪৫) নামে এক যুবকের পরিচয় পাওয়া গেছে।এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে জানা গেছে । শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে আকবার শাহ থানার বেলতলি ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এনামুল হক। তিনি বলেন, ‘আমরা কাজ করছি। উদ্ধার অভিযানের পর বিস্তারিত বলা যাবে।