বঙ্গবাজারের ভয়াবহ অগ্নি কান্ডের পর থেকে আতঙ্কে রয়েছে সারা দেশের মানুষ।আতঙ্কে রয়েছে অন্যান্য ব্যবসায়ীরাও।দেশের দ্বিতীয় বৃহত্তর র্মাকেট হলো চট্টগ্রামের নিউ র্মাকেট এলাকা।যে র্মাকেটে রয়েছে হাজারো দোকান।রয়েছে হাজারো ব্যবসায়ী ও কর্মচারী।তবে পুরো র্মাকেটে নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা।আশে পাশে নেই কোনো পুকুর বা ওয়াটার হানড্রেট।বঙ্গবাজারের মতো যদি এই চট্টগ্রামের নিউ র্মাকেট এলাকায় ও অগ্নি কান্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটে তবে সর্বশ্য হারাবে ব্যবসায়ীরা।র্মাকেট বর্ণিক সমিতির জয়েন সেক্রেটারি ও রেয়াজ উদ্দিন বাজার দোকান মালিক সমিতির সভাপতি বলেন র্মাকেটে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় ঝুঁকির সম্মুখে রয়েছে সকল ব্যবসায়ী।তাই তার সিটি কর্পোরেশনের মেয়র সহ প্রশাসনের সকল উর্ধতন কর্মকতার নিকট এই সমস্যার দ্রুত সমাধানের জন্য আবেদন জানান।ব্যবসায়ীরা বলেন যদি র্মাকেটে অগ্নি কান্ডের ঘটনা ঘটে তবে দোকানের মালামাল রক্ষার কোনো উপায় নেই।নেই ফায়ার সার্ভিসের গাড়ি ডোকার মতো কোনো ব্যবস্থাও।ফলে এই র্মাকেটের অবস্থা বঙ্গবাজার থেকে ও ভয়াবহ হবে।