1. xsongbad@gmail.com : Harry Deb Nath : Harry Deb Nath
  2. tauhidcrt8@gmail.com : tauhidcrt8 :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৪:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
  • Welcome To Our Website...* এন জি ও ‘আরবান সমিতি’ –মাইক্রো ক্রেডিট ফাইনান্সে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা/পুরুষ মাঠ কর্মী নিয়োগ দেয়া হবে। বয়স ২৫ উর্ধ্ব হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩০১০৪১২৮৮  আমাদের অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৮১৫-৫৮৭৪১০

চেতনা নাশক ওষুধ প্রয়োগ করে হত্যা’ মামলার প্রধান আসামি গ্রেফতার

ডেক্স নিউজ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৩০ বার ভিউ

ডেক্স নিউজ ফেনীর সোনাগাজীতে পূর্ব পরিকল্পিতভাবে চেতনা নাশক ওষুধ প্রয়োগ করে সর্বস্ব লুট করে নেয়া ‘ক্লুলেস হত্যা’ মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ সেলিম (৫১)’কে র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে চট্টগ্রাম হতে গ্রেফতার।

গত ০৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ সকাল আনুমানিক ১০৩০ ঘটিকায় ভিকটিম দেলোয়ার হোসেন (৭৯) ব্যাংক হতে টাকা উত্তোলনের জন্য ফেনী জেলার সোনাগাজী ইসলামী ব্যাংকের উদ্দেশ্যে রওয়ানা করেন। সকাল আনুমানিক ১০৫৫ ঘটিকায় ইসলামী ব্যাংক, সোনাগাজী শাখা থেকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে আনুমানিক ১২০০ ঘটিকায় অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা ব্যাংক হতে ভিকটিমকে টার্গেট করে সুকৌশলে চেতনানাশক ঔষধ স্প্রে অথবা খাইয়ে তাকে অর্ধচেতন করতঃ তার নিকট থাকা নগদ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা নিয়ে নেয় এবং ভিকটিমকে সোনাগাজী মধ্যম বাজার এলাকার একটি হোটেলের সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে হোটেলের মালিক ভিকটিমকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে হেটেলের ভিতরে নিয়ে বসান।  ভিকটিমের স্বাস্থ্যের অবনতি হতে থাকলে তিনি তাৎক্ষনিক মোবাইল ফোনে ভিকটিমের ছেলেকে অসুস্থতার কথা অবহিত করেন এবং স্থানীয় লোকজন দিয়ে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরবর্তীতে ভিকটিমের স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে এবং ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ০৯ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ রাত ১০২০ ঘটিকায় ভিকটিম মৃত্যুবরণ করেন। অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিদের প্রয়োগকৃত চেতনাশক ঔষধের প্রতিক্রিয়ায় ভিকটিম অচেতন হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহত ভিকটিম দেলোয়ার হোসেনের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিগনদেরকে আসামী করে ফেনী জেলার সোনাগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১০, তারিখ- ১৩ সেপ্টেম্বর ২০২২, জিআর নং- ২৩১/২২, ধারা- ৩২৮/৩৭৯/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

 র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত শুরু করে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে উক্ত মামলার প্রধান আসামী নূর মোহাম্মদ সেলিম (৫১) আইন শৃংঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন লালদিঘীর পাড় এলাকায় একটি হোটেলে আত্মগোপন করে রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২১ এপ্রিল ২০২৩ ইং তারিখ আনুমানিক ০৩০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী নূর মোহাম্মদ সেলিম (৫১), পিতা- আঃ হালিম, সাং- শাকতলা, থানা- সোনাইমুড়ি, জেলা – নেয়াখালীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার অজ্ঞাতনামা পলাতক আসামী এবং উক্ত ঘটনার সাথে জড়িত ও ঘটনার পর হতে সে পলাতক রয়েছে বলে অকপটে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর