ম্যারাডোনার মৃত্যুর পর বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার এনামুল হক বিজয় টুইট বার্তায় লেখেন, ওপারে ভালো থাকুন ম্যারাডোনা, বিশ্ব আপনাকে সব সময় স্মরণ করবে।
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার নিজ বাসায় মারা যান তিনি। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েনস এইরেসের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অপসারণ করা হয়েছিল। তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
ম্যারাডোনার মৃত্যতে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আজহার মাহমুদ টুইটারে লেখেন, আপনাকে দেখেই অনুপ্রাণিত হতাম। আপনার খেলা দেখেই বিশ্বের ক্রীড়াবিদরা অনুপ্রাণিত হতেন ভবিষ্যতেও হবেন। আপনার মৃত্যুতে ১০ নম্বর জার্সির সমাপ্তি হলো। ওপারে ভালো থাকবেন।