মূলধারার সব গণমাধ্যম ট্রাম্পকে যেভাবে আক্রমণ করেছে, তাতে মনে হয়েছে ট্রাম্পের শোচনীয় পরাজয় হবে। আদতে কিন্তু তা হয়নি। আমেরিকার ইতিহাসে ট্রাম্প সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। জো বাইডেন তাঁর চেয়ে বেশি ভোট পেয়েছেন এটা আলাদা বিষয়।
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এর কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিন এই সংখ্যা শুধু বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে বেকারত্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এর কারণে অনেক মানুষের মৃত্যু না হলে এবং এর কারণে বেকারত্ব না বাড়লে গণমাধ্যম যা-ই বলুক ট্রাম্পের জয় কোনো ব্যাপারই ছিল না।’