মেহেদির রং না মুছতেই স্বামীহারা কলি
স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ
চব্বিশ দিন আগে কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানার সাথে (২৮) পেকুয়া উপজেলা কৃষকলীগ নেতা মেহের আলীর কন্যা কলির বিয়ে হয়। নিজেদের কেনা জায়গা দখল করে নেওয়ার খবরে বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের পিটুনিতে ঘটনাস্থলেই প্রাণ হারায় রানা। হামলার পর সোহেলকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হাজিপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সোহেল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পালাকাটা হাসেম মাস্টার পাড়ার আবদুর রকিমের পুত্র।
নিহত সোহেলের বাবা আবদুর রকিম জানান, ভরামুহুরী হাজিপাড়ায় তাদের কেনা একটি জায়গা রয়েছে। সেই জায়গা দখলে নেওয়ার চেষ্টা চালায় ভূমিদস্যু সন্ত্রাসীরা। খবর পেয়ে তার ছেলেসহ কয়েকজন সেখানে ছুটে যায়। সেখান থেকে ফেরার পথে একা পেয়ে হাজিপাড়ার নুরুল আলম ও তার সাঙ্গপাঙ্গরা সোহেলকে পেছন থেকে হাতুড়ি, গাছের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আবদুর রকিম দম্পতির একমাত্র পুত্র সন্তান ছিলেন সোহেল। সোহেলের ছোট একটা বোন রয়েছে। সোহেল খুন হওয়ায় স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। এদিকে গতকাল বিকালে বাড়ির সামনের খোলা বিলে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা।