সুমাইয়া (বয়স ১৩/১৪) নামে এক কিশোরি চট্টগ্রাম মুরাদপুরের নিজ বাসা হতে নিখোঁজ হয়। মা মাইকিং করে মেয়ের হদিস মিলাতে ব্যর্থ হন। পরে হাটহাজারী থানা সামাজিক গণমাধ্যম হতে নিখোঁজ হওয়ার ঘটনাটি জানতে পারেন। অবশেষে তল্লাশি চালিয়ে তাকে খুঁজে বের করেন। পরক্ষণেই তাকে তার মায়ের কাছে হস্তান্তর করেন।
তের-চৌদ্দ দিন আগে, মেয়েকে না পেয়ে মা এক কবিরাজের দ্বারস্থ হন। পরে সুমাইয়ার মায়ের সাথে এক বৈঠক করে কবিরাজকে কৌশলে আটক করা হয়। নিখোঁজ সুমাইয়ার মায়ের ভাষ্য মতে,’পুলারা নির্যাতন কইরা মেয়েটারে আটকাইয়া থুইয়া দিছে। আরেকটা কথা কইছে, মেয়েডা মারাও যাইতে পারে।‘
জনগণের সামনে কবিরাজ দাবি করেন,” আমি ত এগুলো কিছুই বলি নাই।“ জানা গেছে, মেয়েটিকে তদবির করে ফিরিয়ে আনবে। এর জন্য বারশ টাকা লাগবে এমন চুক্তি হয়।ভুক্তভোগীর কাছ থেকে ওই কবিরাজ কাঁজ বাবদ আগাম পাঁচশ টাকাও গ্রহণ করেন।