নারী নির্যাতন প্রতিরোধ করার উদ্দেশ্যে ট্রাক র্যালি শো করেন একদল মহিলাকর্মী। গতকাল চট্টগ্রাম পাঁচলাইশ ও বায়েজিদ থানাধীনে ১৬ দিনের ট্রাক র্যালির এক কর্মসূচি পালন করেন আওয়াজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ সংগঠন।
র্যালিতে অংশগ্রহণকারী মহিলা কর্মীদের একটাই চাওয়া, “নারীকে নারী হিসেবে নয়, নারীকে মানুষ হিসেবে” তারা দেখতে চান। করোনাকালীন নারী মেয়েশিশুর সুরক্ষা ও সাড়ায় প্রয়োজনীয় তথ্য বরাদ্দ রাখার উদ্দেশ্যে সরকারের কাছে দাবি জানান সংগঠনটি।