বুধবার (৯ ডিসেম্বর) সাঙ্গপাঙ্গ নিয়ে নগরীর আউটার রিংরোড এলাকায় উল্টোপথে রেসিং করতে গিয়ে আলী আকবর ইকবাল পড়েন চট্টগ্রামের ৫ম যুগ্ম দায়রা জজ জহির উদ্দিনের সামনে। আইনের এই অভিভাবক সেটি মেনে নিতে পারেননি। তিনি প্রতিবাদ করলে আলী আকবর তার ওপর চড়াও হন। স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
বিচারক পতেঙ্গা মডেল থানায় এসে অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পতেঙ্গার চরপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে আলী আকবর ইকবালকে সহযোগী হাসান আলী জিসানসহ গ্রেফতার করে । বিষয়টি নিশ্চিত করেন পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ।
জানা গেছে, পুরো পতেঙ্গা এলাকায় আলী আকবরের কিশোর গ্যাং রয়েছে। যারা এলাকায় বাইক রাইডার হিসেবে পরিচিত হলেও উঠতি বয়সী ওই কিশোর-যুবকদের বড় অংশই মাদক এবং ইভটিজিং সাথে সম্পৃক্ত। নামের সাথে সরকারি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নামের তকমা থাকায় এলাকাবাসী নিরবে সব সহ্য করে যাচ্ছে।