জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজার এবং বায়োএনটেকের করোনা ভাইরাস ভ্যাকসিন (টিকা)। শুক্রবার (১১ ডিসেম্বর) দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) টিকাটি প্রয়োগের অনুমোদন দেয়।
বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতোমধ্যে সাধারণ মানুষের জন্য ফাইজারের ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়ে দিয়েছে ব্রিটেন। শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগও। ব্রিটেনের পর বাহরাইন ও কানাডাও এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়। বৃহস্পতিবার সৌদি আরবও নিজেদের নাগরিকদের জন্য এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এফডিএ’র পরামর্শক সভায় ফাইজারের তৈরি করোনা ভ্যাকসিনকে অনুমোদন দেওয়ার সুপারিশ করা হয়। এফডিএ’র উপদেষ্টা কমিটির কমিটি ১৭ জন সদস্য ফাইজারের ভ্যাকসিনের অনুমোদনে ভোট দেন। এর মধ্যে চারজন অনুমোদনের বিপেক্ষে ভোট দেন। একজন ভোট দেওয়া থেকে বিরত থাকেন।