বাংলাদেশের দুটি গ্রুপ একসঙ্গে মিলে হ্যাকিংয়ের কাজগুলো করে। একটির নাম ডন’স টিম—যা ডিফেন্স অব নেশন নামেও পরিচিত এবং অন্যটি ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (সিআরএএফ)।
ফেসবুক জানায়, বাংলাদেশভিত্তিক হ্যাকার গ্রুপটি স্থানীয় বিভিন্ন কর্মী, সাংবাদিক, ধর্মীয় সংখ্যালঘু, বিদেশে অবস্থানরত ব্যক্তিদের টার্গেট এবং তাদের অ্যাকাউন্ট ও পেজ হ্যাক করে। শুধু তা-ই নয়, হ্যাক করা এসব অ্যাকাউন্ট এবং পেজ নিজেদের সুবিধার্থে ব্যবহারও করেছে তারা।
ফেসবুকের অনুসন্ধান বলছে, বাংলাদেশে এ ধরনের হ্যাকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে ‘অফ-প্লাটফর্ম’ কৌশল অবলম্বন করে। অর্থাৎ, ইমেইল, কারও ডিভাইস চুরি কিংবা ফেসবুকের অ্যাকাউন্ট রিকভারি প্রসেসকে অবলম্বন করে তারা বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ হ্যাক করেছে।
এ ধরনের হ্যাকিংয়ের সঙ্গে যারা জড়িত, তাদের সবার অ্যাকাউন্ট ও পেজ সরিয়ে নেওয়া হয়েছে। ফেসবুক বলছে, আমরা আমাদের অংশীদারদের সঙ্গেও এসব হ্যাকারদের বিষয়ে তথ্য শেয়ার করেছি, যেন তারাও সতর্ক হতে পারে।